নারায়ণগঞ্জের ফতুল্লায় একাধিক ডেকোরেটর দোকান থেকে হাড়ি-পাতিলসহ বিভিন্ন মালামাল চুরি ও ডাকাতির অভিযোগে কুখ্যাত চোর সালাহউদ্দিনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত মাস ধরে সালাহউদ্দিন নানা কায়দায় ফতুল্লা এলাকার বিভিন্ন ডেকোরেটরের দোকানে চুরি ও ডাকাতি চালিয়ে আসছিল। সম্প্রতি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত সালাহউদ্দিনের বাড়ি ফতুল্লার মধ্য নসিনপুর দিগুলি পট্টিতে। তার বাবার নাম আলী হোসেন।
ফতুল্লা থানা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি
ফতুল্লা বলেন, “দীর্ঘদিন ধরে সালাহউদ্দিন আমাদের ব্যবসায়ীদের হয়রানি করে আসছিল। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই যেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ আদায় করা হয় এবং তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়।”
এদিকে, ভূইগড় রেহান, আদর্শনগর মমতাজ, পাগলা রেজা, পাগলা শাহী বাজার রফিক, পাগলা একতা, পঞ্চবটি আলম, শাহাজালাল, ভাইবোন, সাগর ডেকোরেটরসহ প্রায় ৩০টি ডেকোরেটরের মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
ফতুল্লা থানার ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, চৌকস অভিযান ও অক্লান্ত পরিশ্রমের ফলে সালাহউদ্দিনকে গ্রেফতার সম্ভব হয়েছে।এবং মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।