বিশেষ প্রতিনিধিঃ মোঃ শামীম হোসাইন হৃদয়
নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় মাদক দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। দায়িত্ব নেওয়ার মাত্র আড়াই মাসের মধ্যে অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন মাদকবিরোধী অভিযান জোরদার করে ৫৭টি মাদক মামলা ও ৩ টি চাদাবাজী সহ ১৫ জনের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসি লিয়াকতের দায়িত্ব গ্রহণের পর থেকেই থানার প্রতিটি বিট এলাকায় টহল জোরদার করা হয়। এর ফলে মাদক ব্যবসায়ী চক্রের পাশাপাশি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাও আগের তুলনায় উল্লেখযোগ্য হারে কমে গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণের সাথেও নিবিড় যোগাযোগ রেখে কাজ করছেন তিনি। তার কঠোর অবস্থান ও মানবিক আচরণে বন্দর থানা এলাকায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে।
এ বিষয়ে সচেতন মহল বলছেন, "ওসি লিয়াকত হোসেন শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, তিনি একজন বিনয়ী মানুষ । কঠোর হাতে আইন প্রয়োগের পাশাপাশি মানবিক আচরণের মাধ্যমেই তিনি জনগণের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।