স্টাফ রিপোর্টার: মোঃ শামীম হোসাইন হৃদয়
বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০০ আবাসিক বাড়ির, দুইটি রেষ্টুরেন্ট ও একটি কয়েল কারখানা এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষ।
বুধবার ১০ (সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বন্দর উপজেলা দ্বীন মদনপুর বাসস্টান্ড, মদনপুর ফুলহর, গোকুল দাসেরবাগ, তিনটি স্থানে এই অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার নাজমূল হুদা নেতৃত্বে এ সময় দুই কিলোমিটার বিস্তৃত ৪০০ বাড়ির (প্রায়) ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন দুইটি রেষ্টুরেন্ট ও একটি কয়েল কারখানাকে এক লক্ষ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়, ১/ নবাবী স্বাদ রেস্টুরেন্টে-৬০০০০/- ২.বিসমিল্লাহ রেস্টুরেন্টে -১৭০০০/- ৩. কয়েল ফ্যাক্টরি-৫০০০০/- জরিমানা করা সহ জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ ও রাইজার।
পরে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগের স্থলগুলো এস্কেভেটর দিয়ে অপসারণ ও নিষ্ক্রিয় করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা বলেন, ‘অবৈধ গ্যাস সংযোগের কারণে দেশের মূল্যবান জ্বালানি খনিজ সম্পদ গ্যাসের অপচয় হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, প্রকৌশলী শাহ্-আলম রনি সহ তিতাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।