1. news@dainikdeshdiganta.com : দৈনিক দেশ দিগন্ত : দৈনিক দেশ দিগন্ত
  2. info@www.dainikdeshdiganta.com : দৈনিক দেশ দিগন্ত :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাঝের চর মসজিদে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন হাজী আশরাফ উদ্দিন মুন্সীগঞ্জে সদর আধারা ইউনিয়নে গরিবওঅসহায় দুঃস্হ নারীদের মাঝে “সেলাই মেশিন বিতরণ সর্বনাশা পদ্মা নদীর ভাঙ্গনে অসহায় পরিবারের আর্তনাদ সোনারগাঁয়ে গনকবাড়ী এলাকায় জোরপূর্বক রাস্তা দখলকে কেন্দ্র করে মহিলাসহ আহত ৩, কুপিয়ে রক্তাক্ত জখম নরসিংদীর মনোহরদী- বেলাবো পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন নাজমিন সুলতানা তুলি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন বন্দরে ওয়ারেন্টভূক্ত সন্ত্রাসী সালাম মাতবর গ্রেফতার নেতা হতে চাই না, মানুষের পাশে দাঁড়াতে চাই” কাজীরগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন বিদেশ হতে মসজিদ মাদ্রাসার অনুদানের টাকা আত্মসাৎ অভিযোগ মালিকান্দা গ্রামের শ্রদ্ধেয় রাজলক্ষ্মী (ওরফে লক্ষী রানী ঘোষ) আর আমাদের মাঝে নেই।

মাঝের চর মসজিদে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন হাজী আশরাফ উদ্দিন

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝেরচর দক্ষিণপাড়া জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) জুমার নামাজ শেষে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত এলাকার পরিবর্তন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর অঙ্গীকার তুলে ধরেন।

সভায় হাজী আশরাফ উদ্দিন বলেন, বিগত সময়ে সমগ্র ইউনিয়নে নাগরিকের মূল্যবান মতামত উপেক্ষা করা হয়েছে। উন্নয়ন ও পরিবর্তনের নামে কিছু ব্যক্তি শুধু নিজেদের ফায়দা নিয়েছে। জনগণকে বঞ্চিত করে তারা উন্নয়নের নামে অবহেলা করেছে। এই অবহেলা থেকে বেরিয়ে এসে প্রকৃত উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলার সময় এসেছে।

তিনি আরও বলেন, আমার লক্ষ্য হলো মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে সমানভাবে উন্নয়ন পৌঁছে দেওয়া। অবহেলিত সড়ক সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। আমি কোনো ব্যক্তিস্বার্থে নয়, আপনাদের স্বার্থে কাজ করবো। আমি বিশ্বাস করি, আপনারা আমাকে দোয়া ও সহযোগিতা করবেন।

সভায় উপস্থিত ছিলেন জনাব গোলাম মাহমুদ মাষ্টার, জনাব হাজী মো. করিম মেম্বার, জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, জনাব মো. মিজানুর রহমানসহ মাঝেরচর দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক মুসল্লি। উপস্থিত সকলেই উন্নয়নমুখী নেতৃত্বের প্রয়োজনীয়তার বিষয়ে মত প্রকাশ করেন।

নিজেকে এলাকাবাসীরই সন্তান উল্লেখ করে হাজী আশরাফ উদ্দিন বলেন, “আমি মো. হাজী আশরাফ উদ্দিন, পিতা মৃত হাজী মো. ছামছুদ্দিন, কাবিলগঞ্জ বিন্নিপাড়া গ্রামের সন্তান। আপনাদের কেউ আমার চাচা, কেউ মামা, কেউ ভাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সেবার সুযোগ চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক আমাকে কামিয়াব করেন।

পরিশেষে তিনি মুসল্লিদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা বাড়িতে ফিরে মা-বোনদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন। আমি যেন আপনাদের দোয়ার বরকতে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে পারি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট