বিশেষ প্রতিনিধি : ফারুক দেওয়ান।
মুন্সিগঞ্জ সদর উপজেলা বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর ৬ নং ওয়ার্ডের পদ্মা নদীর ভাঙ্গনে অসহায় পরিবারের আর্তনাদ দেখার কেউ নেই।
পদ্মার প্রবল স্রোতে ঢেউ এর কারণে ভাঙ্গন শুরু হয়েছে বিশেষ করে মহেশপুর ৬ নং ওয়ার্ডের আশেপাশের এলাকা।
পদ্মার ভাঙ্গনে আতঙ্কিত এলাকাবাসী রাতের ঘুম হারাম করে পদ্মার পাড়ে প্রহর গুনছে আতঙ্ক অনিশ্চয়তা নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে শত শত গ্রামবাসী।
এরই মধ্যে পদ্মার গর্ভে হারিয়ে গেছে কয়েক একর ফসলি জমি ও বসত ঘর মসজিদ মাদ্রাসা।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী পদ্মার পাড়ে এসে অবিলম্বে স্থায়ীভাবে পদ্মার ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপের গ্রহণের দাবি জানিয়েছেন তারা বলেন।
ভুক্তভোগীরা বলেছেন দীর্ঘ সময় ধরে নানা আশ্বাসের পরও কার্যকর কোন উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে।
তাই এবার যেন প্রতিশ্রুতির চেয়ে কার্যকর পদক্ষেপই হয় সরকারের পক্ষ থেকে এটা পদ্মা পারে মানুষের চাওয়া।
বাংলাবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলেয়া বেগম জানান পদ্মার ভাঙ্গনের অসহায় পরিবারের জন্য ইউ এন ও UNO মহোদয়ের কাছে আমারা আবেদন জমা দিয়েছি পদ্মা ভাঙ্গন রোধে দ্রুত কাজ করবো।