বিশেষ প্রতিনিধি :মোঃ ফারুক দেওয়ান।
১১/০৮ /২০২৫ ইং রোজ সোমবার বিকাল ০৪: ০০ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের মাধ্যমে স্পষ্ট ভাষায় বলা হয় যে আর কোনো সংবাদিকের উপর নির্যাতন সহ্য করা হবে না। আমরা আর তুহিনের মতো কাউকে হারাতে চাই না। তুহিনের পরিবারের সদস্যদের প্রতি দুঃখ প্রকাশ করে সাংবাদিকরা জানান তুহিনের পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। আইনের শাসন সঠিক ভাবে প্রয়োগ করার মাধ্যমে খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। বক্তব্যে রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ফারুক দেওয়ান মোঃ- ইব্রাহিম,সাথী আক্তার,রুহুল আমিন মন্ডল,তন্ময় শিকদার , মোঃ- রাকিবুল হাসান , মেহেদী হাসান অপূর্ব,হাসান আহমেদ প্রান্ত,মোঃ- সানি হোসেন ,মোঃ শেখ কাউসার,মোঃ ইব্রাহিম, মোঃ শামীম হোসেন হৃদয়, দোলা দেওয়ান, আসমাখাতুন শিরিন, মোঃ সিদ্দিকুর রহমান, সুমন
সামিউল, বৃষ্টি , ফাহমিদা, জুয়েল মেহেদী।