শরীফ আহমেদঃ
নেদারল্যান্ডে বাংলাদেশের নাগরিক ফারহানা আলম অনি মুসলিম কমিউনিটি থেকে বাংলাদেশের মসজিদ-মাদ্রাসা এতিমখানার জন্য অনুদানের টাকা নিয়ে এসে আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, ফারহানা আলম অনি ১৫ থেকে ১৬ বছর পূর্বে বৈবাহিক সূত্রে নেদারল্যান্ডে চলে যায়। আর পিতার নাম ফেরদৌস আলম রাজপাড়া রাজশাহীর বাসিন্দা।
তিনি নেদারল্যান্ডে একটি ইউটিউব চ্যানেল খুলে নেদারল্যান্ডের মুসলিম কমিউনিটির সহ প্রবাসী বাঙালি কাছে মসজিদ মাদ্রাসা এতিমখানার অনুদানের জন্য বিভিন্ন বক্তব্য সম্বলিত ভিডিও প্রচার করতে থাকে। এবং বাংলাদেশে রাজশাহীর বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনুদানের অর্থ বিতরণ করার জন্য তাদের সাথে যোগাযোগ করে। কিন্তু অনুদানের অর্থ ফারহানা আলমের কাছে আসার পর তিনি কোন অর্থ মসজিদ মাদ্রাসায় না দিয়ে নিজেই আত্মসাৎ করেন।
অভিযোগ সূত্রে জানা যায় মসজিদ মাদ্রাসার ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে তিনি অনুদানের অর্থ সংগ্রহ করেন কিন্তু পরবর্তীতে অনুদান দাতারা উক্ত মসজিদ ও মাদ্রাসা এতিমখানায় অনুদানের অর্থ প্রাপ্তির সম্পর্কে খোঁজ নিলে জানা যায় তারা কোন অনুদান পান নাই।
ফারহানা আলম অনির কাছে অনুদানের অর্থ আত্মসাৎ সম্পর্কে জানতে তাঁর ব্যবহৃত বাংলাদেশ এবং নেদারল্যান্ডের নাম্বারে কল দিলে সেগুলো বন্ধ পাওয়া যায়।তার whatsapp নাম্বারে খুদে বার্তা প্রদান করলে সেগুলোর কোন উত্তর পাওয়া যায়নি।