বিশেষ প্রতিবেদন:
মালিকান্দা গ্রামের শ্রদ্ধেয় রাজলক্ষ্মী (ওরফে লক্ষী রানী ঘোষ)
আর আমাদের মাঝে নেই।দোহা
গত ২১ জুলাই,২০২৫ইং সোমবার ভোর ৫টা ১৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি ৩ পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী গুণীজন রেখে গেছেন।
দীর্ঘ জীবনের পথে তিনি সততা, মমতা ও নীতিবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। তাঁর এই বিদায় আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিন পুত্র বাবুল ঘোষ, চন্দন ঘোষ ও প্রদীপ ঘোষ বলেছেন-----"এটি দেবতাদের উদ্দেশ্যে জল উৎসর্গ করার একটি প্রক্রিয়া যা মৃতের আত্মা স্বর্গে যাত্রা সুগম করে "