প্রিয় এস.এস.সি পরীক্ষার্থীবৃন্দ,
তোমাদের এই সাফল্যে আমি আনন্দিত ও গর্বিত। দীর্ঘ পরিশ্রম আর অধ্যবসায়ের ফল আজ তোমরা পেয়েছো — এজন্য তোমাদের জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের এই সাফল্য যেন আগামীদিনে দেশ ও জাতির কল্যাণে একটি মজবুত ভিত্তি গড়ে তোলে — সেই প্রত্যাশা করি।
যারা কাঙ্ক্ষিত ফল পাননি, নিরাশ হবে না — জীবন অনেক বড়, আরও অনেক সুযোগ তোমাদের সামনে অপেক্ষা করছে।
শিক্ষা-নিষ্ঠা আর সততা দিয়ে তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ।
আল্লাহ তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করুন — এই দোয়া করি সবসময়।
শুভেচ্ছান্তে,
আলহাজ্ব মাকসুদ সাহেব
এমপি পদপ্রার্থী — নারায়ণগঞ্জ-৫ (বন্দর)