1. news@dainikdeshdiganta.com : দৈনিক দেশ দিগন্ত : দৈনিক দেশ দিগন্ত
  2. info@www.dainikdeshdiganta.com : দৈনিক দেশ দিগন্ত :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার ফলাফলে সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য নারায়ণগঞ্জ বন্দরে সকল এস এস সি পরীক্ষার্থীদের শুভেচ্ছা – আলহাজ্ব মাকসুদ সাহেব আঃলীগ নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলোঃ সাখাওয়াত হোসেন খান বন্দরে জনগণের বিশ্বাস, আস্থা, অনুপ্রেরণার একটি পরিবার হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যাঃ পুত্র গ্রেফতার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদকে বন্দরের সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা ৫ ই আগস্ট এর মাধ্যমে আমরা একটি পতাকা পেয়েছি- রুহুল আমিন শিকদার মুন্সিগঞ্জে মুক্তারপুর অভিযান চালিয়ে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ। মুন্সিগঞ্জ আধারা ইউনিয়নের পরিচ্ছন্ন সফল রাজনীতিবিদ আইয়ুব খান। বন্দরের নবীগঞ্জে গৃহবধূ স্মৃতিকে হত্যা, অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামী সিফাতের বিরুদ্ধে

এসএসসি পরীক্ষার ফলাফলে সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :মোঃফারুক দেওয়ান।

সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজটি অত্র উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুরে একটি মফস্বল এলাকায় গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠান। পর্যাপ্ত ও উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব এবং এখানে নানাবিধ সুযোগ সুবিধা কম থাকার পরেও এসএসসি পরীক্ষার ফলাফলে ১ম বছরেই বাজিমাত করেছে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বলতে গেলে, সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজ তাদের কোয়ালিটি ভালোভাবেই দেখিয়েছে, তারা নামের সাথে তাদের সাফল্যের মিল রাখতে সক্ষম হয়েছে।

এ বছরের এসএসসি পরীক্ষায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৩টি জিপিএ-৫ (এ+) সহ শতভাগ পরীক্ষার্থী পাশের কৃতিত্ব অর্জন করেছে। যেখানে অবশিষ্ট ২২ জন পরীক্ষার্থী এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের সাফল্যের বিষয়টি (১০ জুলাই) বৃহস্পতিবার দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তে ভাইরাল হয়ে যায় এবং অসংখ্য নেটিজেনরা অত্র স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে অভিনন্দন জানাতে দেখা গেছে।

এ বিষয়ে সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের সভাপতি, ওয়ালটন ইলেক্ট্রনিক্স এবং হারল্যান নিউ ইয়র্ক কসমেটিক্সের ডিস্ট্রিবিউটর নাসির উদ্দিন আহমেদ জানান, ‘অত্র অঞ্চলে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, যেখানে ভালো লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা সুশৃঙ্খল মানসিকতা অর্জন করবে, মানুষের মতো মানুষ হবে, উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হবে সর্বোপরি তারা একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও দক্ষ হয়ে গড়ে উঠবে, সেই প্রয়াস থেকেই আমরা অত্র স্কুল প্রতিষ্ঠা করি। আলহামদুলিল্লাহ তারা কাঙ্খিত ও প্রত্যাশিত ফলাফল অর্জন করেছে। সেজন্য সকলকে অভিনন্দন। আগামী দিনে যারা পরীক্ষা দিবে তারা আরো ভালো করবে বলে আমাদের প্রত্যাশা। সকলের কাছে দোয়া চাই’।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট