বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
জুলাই আগস্টের আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতার জন্য বন্দর থানা ছাত্রদল ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার দুপুরে বন্দরের মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়ায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, 'প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে দেশের ও জনগণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং গত ১৫ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে আমাদের দলের যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতিও দোয়া কামনা করছি। আওয়ামী লীগ নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলো। লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছি। কিছু রাজনৈতিক দল আছে তারা ভোটকে ভয় পায়, তাই তাদের কথা শুনলে হবেনা। দেশের জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। তাই রোজার আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়ার দাবী জানাচ্ছি'। বন্দর থানা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মোঃ আল-আমিনের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন আহমেদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহামুদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোহসিন, আমান উল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আমান উল্লাহ (আমান), বিশিষ্ট ব্যবসায়ী হাজী গিয়াস উদ্দিন ও বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল প্রধানের সঞ্চালনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উজ্জল খন্দকার ও মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী শেখ সাইদুলের সার্বিক সমন্বয়ে মদনপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব রাসেল অভি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।